বিপর্যস্ত টাইগার শিবির মুল্ডার-রাবাদার আঘাতে

সোমবার, ২১ অক্টোবর ২০২৪ | ১:৪৪ অপরাহ্ণ

বিপর্যস্ত টাইগার শিবির মুল্ডার-রাবাদার আঘাতে
apps

মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে বিপর্যস্ত বাংলাদেশ দল। উইয়ান মুল্ডার ও কাগিসো রাবাদার আঘাতে প্রথম সেশনে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ।

দলীয় ৬ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে বাংলাদেশের। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় টাইগাররা।

দলীয় ২১ রানের মধ্যে একে একে সাজঘরে ফিরে গেছেন সাদমান, মমিনুল ও শান্ত। এতে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। প্রথম তিনটি উইকেটই নিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার উইয়ান মুল্ডার।

মুল্ডার প্রথম আঘাত হানেন দ্বিতীয় ওভারে। শূন্য রানে আউট হয়ে ফিরে যান সাদমান ইসলাম। অফ স্টাম্পের বাইরের বল অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে দ্বিতীয় স্লিপে ধরা পড়েন বাংলাদেশের এই ওপেনার। উইকেটে এসে মমিনুলও ঠিকতে পারলেন না বেশিক্ষণ। ৪ রান করে মুল্ডারের বলে উইকেটকিপার কাইল ভেরেইনাকে ক্যাচ দেন তিনি।

৬ ওভার শেষ হওয়ার আগেই বাংলাদেশ হারায় অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও। মুল্ডারের বলে শর্ট মিড অফে কেশব মহারাজের তালুবন্দি হন বাংলাদেশ অধিনায়ক। এরপর রাবাদা জোড়া আঘাত হানেন টাইগার শিবিরে। তাতে ২০ বলে ১১ রানে মুশফিক ও লিটন দাস ১৩ বলে ১ রান করে সাজঘরে ফিরে যান। কেশব মহারাজের বলে আউট হওয়ার আগে মিরাজ ২৪ বলে ১৩ রান করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬০ রানে ৬ উইকেট।

 

Development by: webnewsdesign.com