টাটার বায়োপিক আসছে রতন

শনিবার, ১২ অক্টোবর ২০২৪ | ১:৫৫ অপরাহ্ণ

টাটার বায়োপিক আসছে রতন
apps

বলিউডে গত কয়েক বছরে বিভিন্ন পেশার সফল মানুষদের বায়োপিক নির্মিত হয়েছে । শিল্পপতি ধীরুভাই আম্বানির জীবন নিয়ে সিনেমা হয়েছে। তবে রতন টাটার জীবন পর্দায় উঠে আসেনি। বুধবার (৯ অক্টোবর) মধ্যরাতে প্রয়াত হয়েছেন ভারতের এই শীর্ষস্থানীয় শিল্পপতি। এরপর থেকেই তার বায়োপিক নিয়ে বলিপাড়ায় চর্চা হচ্ছে। কিন্তু আদৌ কি তার বায়োপিক হচ্ছে?

ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮ জানিয়েছে, ভারতের শীর্ষস্থানীয় এই শিল্পপতিকে নিয়ে এক আত্মজীবনীমূলক ছবি নির্মাণের কাজ অনেকটাই এগিয়ে গেছে। রতন টাটার জীবন যেকোনো মানুষের কাছে প্রেরণাদায়ক হয়ে উঠতে পারে। সেই তাগিদ থেকেই নির্মাতা সুধা কোঙ্গারা টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যানের জীবনকে পর্দায় আনতে চলেছেন। ২০২৩ সালের শেষের দিকে ছবিটির শুটিং শুরুর কথা থাকলেও নানা কারণে সেটা হয়নি।

সুধা মনে করেন, রতন টাটার মতো ব্যক্তিত্বকে নিয়ে ছবি বানানো অত্যন্ত গর্বের বিষয়। ছবিটি মুক্তির পর রতন টাটার জীবনের এমন কিছু দিক উন্মোচিত হবে, যা খুব কম মানুষই জানেন। এখন এই আত্মজীবনীমূলক ছবির চিত্রনাট্যের ওপর কাজ চলছে।

এখন প্রশ্ন, রতন টাটার চরিত্রে কোন বলিউড তারকাকে দেখা যাবে? এই দৌড়ে বলিউডের পাশাপাশি দক্ষিণি তারকার নামও উঠে এসেছে। বিটাউন নায়ক অভিষেক বচ্চন বা দক্ষিণের সুরিয়ার নাম চর্চায় উঠে এসেছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

এদিকে শোনা যাচ্ছে দক্ষিণি তারকা আর মাধবনকেও রতন টাটার চরিত্রে দেখা যাতে পারে। তবে নির্মাতারা আনুষ্ঠানিক ঘোষণা দেননি। এর আগে চাউর হয়, অক্ষয় কুমার নাকি রতন টাটার চরিত্রে অভিনয় করবেন। তবে অক্ষয় নিজেই সে গুঞ্জন উড়িয়ে দেন।

সুধা কোঙ্গারা ভারতের জাতীয় পুরস্কারজয়ী চিত্রনির্মাতা। তেলেগু ছবি ‘অন্ধ্রা আন্ডাগারু’র মাধ্যমে পরিচালক হিসেবে তার অভিষেক হয়েছিল। এর আগে তিনি ‘সুরারাই পোত্রু’র মতো হিট ছবি উপহার দিয়েছেন।

জানা গেছে, রতন টাটার বায়োপিক পর্দায় দেখতে আরও বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে দর্শকদের।

Development by: webnewsdesign.com