একটি কবিতা

বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ | ২:২৮ অপরাহ্ণ

একটি কবিতা
apps

প্রকৃতির ছোঁয়া, নগরীর কোলাহল

মোহাম্মদ রায়হান হুদা

গ্রাম, যেখানে নদীর গান,
বাতাসে ঘাসের কোমল স্পর্শ,
মাটির ঘ্রাণে জীবন মেলে দু’হাত,
নিঃশব্দে গড়ে ওঠে হৃদয়ের আয়োজন।
সেখানে আকাশ ঝোড়া মেঘে মোড়া,
মেঠোপথে হাঁটে সোনালী বিকেল,
বাঁশবাগানের ফাঁকে ফাঁকে সূর্য ডোবে ধীরে,
জীবন মিশে যায় প্রকৃতির মৌনতায়।

শহর, আলোকিত কাঁচের বুদবুদ,
ইট আর কংক্রিটের গগনছোঁয়া কোলাহল।
এখানে বাতাসের গায়ে যান্ত্রিকতার গন্ধ,
জীবনের ছন্দে ব্যস্ততার স্পন্দন।
রাস্তায় রাস্তায় ধোঁয়ার অঙ্গার,
আকাশেও যেন কৃত্রিম আলোয় আঁকা,
যেখানে রাতের নক্ষত্র হারিয়ে যায়,
মনের কোলাহলে তবু নির্জনতা খোঁজে প্রাণ।

গ্রামে চাঁদের আলোয় নুয়ে পড়ে ধানের শিষ,
শহরে চাঁদ ঢাকা পড়ে বিজ্ঞাপনের আলোয়,
একটি হৃদয় চায় প্রশান্তির ছোঁয়া,
অন্যটি চায় শুধু কিছু পাওয়ার আকাঙ্ক্ষা।
গ্রামে সময় থেমে থাকে নদীর মতো,
শহরে সময় দৌড়ায় অবিরাম ব্যস্ততার পথে,
দু’টি ভুবনের মধ্যে এক অনন্ত পার্থক্য,
তবুও কোথাও মনের সুরে মেলে এক অভিন্ন সঙ্গীত।

এ যেন জীবনের দুই প্রান্ত,
একটি প্রাকৃতিক শান্তি, অন্যটি কৃত্রিম রঙিনতা।
তবু হৃদয় চিরকালই চায়,
গ্রামের কোমলতা আর শহরের উজ্জ্বলতা—
দু’টিকে একত্রে মিশিয়ে এক অন্যরকম গল্পের জাল বুনে নিতে।

 

 

Development by: webnewsdesign.com