গাজায় মৃত্যুর সংখ্যা ৪২ হাজার ছাড়াল

বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ | ১:৫৩ অপরাহ্ণ

গাজায় মৃত্যুর সংখ্যা ৪২ হাজার ছাড়াল
apps

ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় আরও ৪৫ জন নিহত হয়েছে। এতে নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। এ সময় আহত হয়েছে আরও ১৩০ জন। গতকাল বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, গাজায় ইসরায়েলি হামলায় ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছেন ১৩০ জন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক হামলায় মৃতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৪২ হাজার ১০ জনে। আহতের সংখ্যা ৯৭ হাজার ৭২০ জন।

ইসরাইলি বাহিনী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির আহ্বানকে উপেক্ষা করে গাজায় তাদের আক্রমণ চালিয়ে যাচ্ছে। এ হামলার ফলে গাজার প্রায় পুরো অধিবাসী বাস্তুচ্যুত হয়েছে এবং চলমান অবরোধের কারণে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের মারাত্মক সংকট দেখা দিয়েছে।

এরকম পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, মিসর এবং কাতারের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির চেষ্টা বারবার ব্যর্থ হয়েছে। কারণ ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ থামাতে অস্বীকৃতি জানিয়েছেন।

গাজার ওপর ইসরাইলি বাহিনীর অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে আন্তর্জাতিক আদালতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে।

Development by: webnewsdesign.com