‘একটি সিনেমাই যথেষ্ট অভিনেতার বেঁচে থাকার জন্য ’

রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ১:০৬ অপরাহ্ণ

‘একটি সিনেমাই যথেষ্ট অভিনেতার বেঁচে থাকার জন্য ’
apps

ইমতিয়াজ বর্ষণ। মঞ্চ, টিভি নাটক ও সিনেমায় বিচরণ করা বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা। আজ তার জন্মদিন। চব্বিশের আন্দোলনে ছাত্রদের সাথে কাটানো সময়, জন্মদিন উদ্যাপন ও কাজের নানা বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন শিশির রোয়েদাদ।

শুভ জন্মদিন। জন্মদিন নিয়ে পরিকল্পনা কী?

অনেক বছর ধরে জন্মদিন বন্ধুদের সাথেই কাটাই। কখনো ঘুরতে যাই। এবার কোথায় যাবার প্ল্যান নেই। একেকটি জন্মদিন আসে আবার চলেও যায়। পেছনে ফিরে দেখতে ভালো লাগে। গত জন্মদিনে কোথায় ছিলাম আর আজ কোথায়! স্মৃতির অ্যালবামে জন্মদিন নতুন নতুন গল্প নিয়ে যুক্ত হয়। যেদিন এ পৃথিবীতে এসেছি সেই দিনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ জন্মদিন এখনো আসেনি।

ছাত্র-আন্দোলনে থাকাকালীন আপনার স্মরণীয় কোনো ঘটনা আছে কি?

ছাত্র-আন্দোলনের প্রতিটি দিনই স্মরণীয়। প্রথম যেদিন রাস্তায় বেরিয়েছিলাম, ছাত্রদের চোখে যে আগুন দেখেছি, অস্ত্রের সামনে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নিরস্ত্রের যে সাহস দেখেছি তা অতুলনীয়। এমন ঘটনা শত বর্ষে কদাচিৎ দেখা যায়।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কী বলবেন?

বিপ্লব পরবর্তী সময়ে একটি দেশ যেমন থাকে বাংলাদেশ তেমনই আছে। কিছু অতি উৎসাহী বিপ্লবী দেখা যাচ্ছে আবার পতিত ফ্যাসিস্ট-এর দোসরদের দেশপ্রেমিক হতেও দেখছি। এটা ভালো দিক যে-সবাই কথা বলতে পারছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল ভাইকে খাইয়ে নিষ্ঠুরভাবে পিটিয়ে মেরে ফেলেছে একদল ছাত্র নামের কিছু মানসিক বিকারগ্রস্ত।

এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আশার কথা অনেকেই গ্রেপ্তার হয়েছে। একদল সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন নানা কায়দায় উস্কানি দিচ্ছে। তার মধ্যে সব চেয়ে বেশি দেখছি সাম্প্রদায়িক উস্কানি। যা খুব দুঃখজনক। বিপ্লব পরবর্তী অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সুযোগ তৈরি হয়। সেসব কেয়ারফুলি ডিল করতে হবে।

মঞ্চ, গান, নাটক, সিনেমা কোন মাধ্যম কাজ করতে বেশি ভালো লাগে?

অবশ্যই সিনেমা। একজন অভিনেতার অনেকদিন বেঁচে থাকার জন্য একটা ভালো সিনেমাই যথেষ্ট। গান আমার প্যাশন। মঞ্চে অভিনয় দিয়েই আমার যাত্রা শুরু। কতগুলো সিনেমায় কাজ করেছেন? কাজ করার ক্ষেত্রে কী কী বিষয়কে গুরুত্ব দেন? আমার সিনেমা এ পর্যন্ত মুক্তি পেয়েছে তিনটি মুক্তির অপেক্ষায় রয়েছে আরো কিছু সিনেমা। বেশি কাজ করেছি এটিটিতে। চরিত্র পছন্দ হলে সেই কাজটিই করতে বেশি আগ্রহী থাকি। নাটক, সিনেমা, ওয়েব সিরিজ যাই হোক, আমার মূল ফোকাস থাকে গল্প ও চরিত্রের দিকে।

আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির পরিস্থিতি এখন কেমন মনে হচ্ছে?

হরহামেশা ভালো খবর আমাদের ইন্ডাস্ট্রি থেকে আসে না। অনেক নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করতে পারার মতো কিছু স্বপ্নবাজদের দেখে আশা জাগে। আমি আশাবাদী যে আগামীতে আমাদের সিনেমার পরিস্থিতি খুব ভালোর দিকে যাবে।

বর্তমানে কী নিয়ে ব্যস্ত আছেন?

আগস্টে একটি নতুন সিনেমার কাজ শুরু হওয়ার কথা ছিল কিন্তু সার্বিক পরিস্থিতির কারণে সেটা পিছিয়ে নভেম্বর হয়েছে। কাজ চলছে। এর মধ্যে কিছু গানের অডিও রেকর্ডিংও শেষ। খুব শিগগিরই মুক্তি পাবে আশা করছি।

নিজের করা কাজ আন্তর্জাতিক মানের হয়ে উঠলে কেমন লাগে?

অবশ্যই ভালো। শুধু নিজের করা কাজ নয়। বাংলাদেশের সব কাজ আন্তর্জাতিক মানের হোক, এটাই চাই। বিশ্ব সিনেমা এখন যে জায়গায় পৌঁছে গেছে আমাদের তো সেখানে যেতে হবে। ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে কী বলবেন? ওটিটি এখন আমাদের মূলধারার একটা গুরুত্বপূর্ণ অংশ। আমাদের কাজের পরিসরকে আরো বড় করেছে। নতুনদের জন্য এটি একটি সহজ কাজের ক্ষেত্র।

 

Development by: webnewsdesign.com