নারী শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুটি নতুন হলের প্রতিশ্রুতি

সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ | ১১:৫৭ পূর্বাহ্ণ

নারী শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুটি নতুন হলের প্রতিশ্রুতি
apps

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুটি নতুন হল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগে সম্পূর্ণ আবাসন সংকট সমাধানে দেড় থেকে দুই বছর সময় লাগবে বলে জানা গেছে। একই সঙ্গে, জুলাই মাসে সিট হারানো শিক্ষার্থীদের জন্য ১০ দিনের মধ্যে বৈধ সিটের ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে।

রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘শতভাগ আবাসিক সুবিধা ও প্রথম বর্ষ থেকেই বৈধ সিট’ নিশ্চিত করার দাবিতে নারী শিক্ষার্থীরা ভিসি চত্বরে অবস্থান নেন। তাদের এই প্রতিবাদী অবস্থানের পর উপাচার্য বিকেলে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন এবং এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। আন্দোলনের অংশগ্রহণকারী শিক্ষার্থী অনন্যা কর জানান, ভিসি এবং হলের প্রভোস্টরা সরাসরি শিক্ষার্থীদের সমস্যাগুলো শুনে এই সিদ্ধান্ত নেন।

উপাচার্য জানিয়েছেন, নারী শিক্ষার্থীদের জন্য দুটি নতুন হল নির্মাণের প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হল নির্মাণে দেড়-দুই বছর সময় লাগবে। এই হলগুলো চালু হলে নতুন শিক্ষার্থীদের আবাসন সংকট অনেকটাই কমবে বলে ধারণা করা হচ্ছে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে সিট বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। বিশেষ করে, যারা গত জুলাই মাসে সিট হারিয়েছেন, তাদের জন্য ১০ দিনের মধ্যে নতুন সিটের ব্যবস্থা করা হবে। এ প্রসঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার আশ্বাসও দেওয়া হয়েছে।

রুমে বাড়তি বেড সংযোজন করে সিট বাড়ানোরও একটি পরিকল্পনা রয়েছে। এই সিট ব্যবস্থা তদারকি করতে হলে প্রভোস্টসহ আরও কয়েকজন শিক্ষক দ্রুতই হলে যাবেন এবং সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করবেন।

Development by: webnewsdesign.com