বিশ্বব্যাপী আতংকের নাম করোনাভাইরাস : মৃতের সংখ্যা বেড়ে ১৭০

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০ | ১:০০ অপরাহ্ণ

বিশ্বব্যাপী আতংকের নাম করোনাভাইরাস : মৃতের সংখ্যা বেড়ে ১৭০
apps

ক্রমেই এর প্রাদুর্ভাব তিব্বতসহ চীনের মূল ভূখণ্ডের সর্বত্র ছড়িয়ে পড়ছে বলে সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে।

প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণে চীনে একদিনের ব্যবধানে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছিল ১৩২। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে। এছাড়া বৃহস্পতিবার পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭১১ জনে। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে।

৩১ ডিসেম্বর উহানে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যাওয়ার পর চীনের সীমানা পেরিয়ে এই ভাইরাস বিশ্বের ১৯টি দেশে ছড়িয়েছে।

এ পর্যন্ত চীন, থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, হংকং, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও তাইওয়ানে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

এছাড়া ইসরায়েলেও এক রোগীর শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জরুরি স্বাস্থ্যসেবা কর্মসূচির প্রধান ড. মাইক রায়ান করোনাভাইরাস প্রতিরোধে পুরো বিশ্বকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

এদিকে, ভাইরাসটি বিশ্বব্যাপী ‘জরুরি অবস্থায়’ রয়েছে কিনা তা নিয়ে চীনের বিশেষজ্ঞদের সঙ্গে বৃহস্পতিবার আলোচনায় বসবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Development by: webnewsdesign.com