প্যারিস অলিম্পিক

পদক জয়ে শীর্ষে চীন

বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০২৪ | ১২:৪৮ অপরাহ্ণ

পদক জয়ে শীর্ষে চীন
পদক জয়ে শীর্ষে চীন
apps

প্যারিস অলিম্পিকে পঞ্চম দিনে এসে পদক তালিকায় ব্যাপক রদবদল হলো। যেখানে শীর্ষস্থান দখল করল চীন। স্বাগতিক ফ্রান্সও নিজেদের অবস্থার উন্নতি ঘটিয়েছে। লিওঁ মারশাঁর রেকর্ড গড়া রাতে তারা জিতেছে দুই স্বর্ণ। তারা এখন দ্বিতীয়স্থানে। ফলে জাপান তিনে নেমে গেছে।

এর আগে দুইদিন পদকতালিকায় ওপরে ছিল জাপানের নাম। ৫ম দিনে এসে তারা জিতেছে ২ স্বর্ণ। কিন্তু চীন এদিন আরও বেশি দুর্দান্ত। তিন স্বর্ণ জিতে উঠে এসেছে।

৯টি স্বর্ণ, ৭টি রুপা ও ৩টি ব্রোঞ্জ জিতে শীর্ষে চীন। ৮ স্বর্ণ, ১০ রুপা ও ৮ ব্রোঞ্জ নিয়ে দুইয়ে স্বাগতিক ফ্রান্স।৮টি স্বর্ণ, ৩ রুপা ও ৪ ব্রোঞ্জ নিয়ে তিনে নেমে গেছে জাপান।

এদিকে গতকাল যুক্তরাষ্ট্র জয় করেছে এবারের আসরে নিজেদের পঞ্চম স্বর্ণ। প্যারিসে নিজেদের প্রথম স্বর্ণ জিতেছে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার কোনো দেশেরও প্যারিসে এটি প্রথম স্বর্ণ!

Development by: webnewsdesign.com