২০-২৫ জনের বাইরে ক্রিকেটার নেই দেশে আন্তর্জাতিক মানের: সাইফুদ্দিন

সোমবার, ০৮ জুলাই ২০২৪ | ৮:৫০ অপরাহ্ণ

২০-২৫ জনের বাইরে ক্রিকেটার নেই দেশে আন্তর্জাতিক মানের: সাইফুদ্দিন
apps

গত বিশ্বকাপ দলে জায়গা হয়নি পেস অলরাউন্ডার সাইফুদ্দিন মোহাম্মদ সাইফুদ্দিনের। চলতি মাসের শেষ দিকে শুরু হবে কানাডার ঘরোয়া টি-টোয়েন্টি আসর। ফ্র্যাঞ্চাইজি সেই লিগে মন্ট্রিয়ল টাইগার্সের জার্সিতে খেলবেন সাইফুদ্দিন। আপাতত ঘরোয়া কোনো খেলা না থাকায় কানাডার লিগের জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি।

রবিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এই তারকা ক্রিকেটার।

সাইফুদ্দিন বলেন, ‘সত্যি বলতে বাংলাদেশে ওরকম আন্তর্জাতিক মানের ২০ থেকে ২৫ জনের বাইরে ক্রিকেটার নেই। আমি যদি ফিট থাকি সুযোগ আসবে। অন্যান্য দেশে যদি দেখেন অনেক বেশি কম্পিটিশন, আমাদের বাংলাদেশে কিন্তু খুব কম সংখ্যক আন্তর্জাতিক মানের খেলোয়াড় আছে ২০ থেকে ২৫ জন যতটুকু আমি মনে করি।

কানাডা লিগে ভালো করে জাতীয় দলে ফেরাই লক্ষ্য সাইফুদ্দিনের। এ প্রসঙ্গে বলেন, ‘পরিকল্পনা একটাই ভালো খেলা যেনো আরও সুযোগ আসে (ফ্র্যাঞ্চাইজি লিগে)। আপাতত যেহেতু কোন খেলা নাই জাতীয় দলে ফিরতে হলে এখানে ভালো খেলতে হবে। এটাই মূল লক্ষ্য।

Development by: webnewsdesign.com