বাঙালি নারীর চরিত্রে অভিনেত্রী:বিদ্যা বালান

বুধবার, ২২ জানুয়ারি ২০২০ | ৪:০৫ অপরাহ্ণ

বাঙালি নারীর চরিত্রে অভিনেত্রী:বিদ্যা বালান
apps

বাঙালি নারীর চরিত্রে অভিনেত্রী বিদ্যা বালান খুব মানিয়ে যান। এ যাবত অনেকবারই তিনি বাঙালি নারীর ভূমিকায় অভিনয় করেছেন।

সম্ভবত ইউফোরিয়া ব্যান্ডের ‘আনা তু মেরি গালি’ মিউজিক ভিডিওতে প্রথমবারের মত তিনি বাঙালি মিউজিসিয়ান এবং পরিচালকের নির্দেশনায় কাজ করেছেন; উল্লেখ্য পলাশ সেনের নেতৃত্বে ইউফোরিয়ার সব সদস্যই বাঙালি আর মিউজিক ভিডিওটি পরিচালনা করেছিলেন প্রদীপ সরকার।

 

অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের একটি পোস্ট থেকে জানা গেছে বিদ্যাকে লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল ব্যানার্জির একটি চলচ্চিত্রে দেখা যাবে।

এখনও অবশ্য আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিষয়টি খোলাসা করতে গিয়ে লীনা বলেন, “আমরা বিদ্যাকে নিয়ে কাজ করতে সত্যিই আগ্রহী। আর সহযোগী হিসেবে প্রণব সমাজপতির সঙ্গে তো অবশ্যই। আমরা এরই মধ্যে বিদ্যার সঙ্গে যোগাযোগ করেছি।

 

 

 

 

বিদ্যা আর প্রণব ঘনিষ্ঠ। প্রণবের মাধ্যমে যোগাযোগ করে জেনেছি এক বছরের জন্য তার শিডিউল খুব আঁটো। আমরা কী করব বের করার চেষ্টা করছি।“ অনেকেরই হয়তো জানা নেই বিদ্যার অভিনয় ক্যারিয়ার শুরু হয়েছিল ২০০৩ সালে গৌতম হালদারের বাংলা ফিল্ম ‘ভালো থেকো’ দিয়ে। এই ফিল্মের চিত্রনাট্য লিখেছিলেন লীনা।

Development by: webnewsdesign.com