নাম্বার ওয়ান পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিততে চায় বাংলাদেশ

মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০ | ৬:০৫ অপরাহ্ণ

নাম্বার ওয়ান পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিততে চায় বাংলাদেশ
apps

এই মুহূর্তে টি-টোয়েন্টির র‌্যাংকিংয়ে সবার উপরে পাকিস্তান। সংক্ষিপ্ত ফরম্যাটে দেশটির শক্তিমত্তা নিয়ে ভাবছেননা টাইগার টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। সিরিজ জয়ে চোখ রেখেই লড়াইয়ে নামতে চান তিনি। টাইগার দলপতি বলেন,‘টি-টোয়েন্টিতে ধারাবাহিক পারফর্ম করছে পাকিস্তান। র‌্যাংকিংয়ে কে কোথায় আছে সেসব নিয়ে ভাবছিনা। আমাদের দলের সবাই ভালো ফর্মে আছে। সেটা ধরে রেখে সিরিজ জয়ের চেষ্টা থাকবে আমাদের।’
নিষেধাজ্ঞার কারণে নেই সাকিব আল হাসান। ইনজুরির কারণে বাদ পড়েছেন অভিজ্ঞ ইমরুল কায়েস।

পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহীমও। তরুণ দল নিয়ে আশার বাণী শোনালেন মাহমুদুল্লাহ,‘সেরা পারফরমেন্স করেই সবাই দলে এসেছে। বিপিএলে ব্যাটে-বলে দারুণ পরাফর্ম করেছে স্কোয়াডের সবাই। দলের সবাই ভালো কিছু করতে মুখিয়ে আছে।’

দলে ওপেনারের আধিক্য নিয়ে চিন্তিত নন মাহমুদুল্লাহ রিয়াদ,‘সবাই নিজেদের পজিশন সম্পর্কে জানে। সেভাবেই তারা প্রস্তুতি নিয়েছে। আমার চাওয়া থাকবে, সবাই যেনো নিজ নিজ পজিশনে সেরাটা দেয়ার চেষ্টা করে।’
তিন ধাপের পাকিস্তান সফরের প্রথম ধাপে আগামীকাল বুধবার রাতে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। ২৪ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত প্রথম দফায় লাহোরে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এরপর ৭-১১ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলে দেশে ফিরবে বাংলাদেশ দল। শেষ দফায় ৩ এপ্রিল করাচিতে একমাত্র ওয়ানডের পর ৫ এপ্রিল থেকে সেখানেই হবে দ্বিতীয় টেস্ট।

Development by: webnewsdesign.com