মাঠে ইনিংস হারের লজ্জা দ.আফ্রিকার

সোমবার, ২০ জানুয়ারি ২০২০ | ১১:০৪ অপরাহ্ণ

মাঠে ইনিংস হারের লজ্জা দ.আফ্রিকার
apps

ঘরের মাঠে দশ বছর পর ইনিংস হারের লজ্জায় ডুবলো দক্ষিণ আফ্রিকা। পোর্ট এলিজাবেথে সফরকারী ইংল্যান্ডের কাছে ইনিংস ও ৫৩ রানে হেরেছে প্রোটিয়ারা। এ জয়ে চার ম্যাচ টেস্ট সিরিজে ২-১ এ এগিয়ে গেলো ইংল্যান্ড। দশবছর আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার সর্বশেষ ইনিংস হারটিও ইংল্যান্ডের বিপক্ষে। ইতিহাসের প্রথম দল হিসেবে দেশের বাইরে ৫০০তম টেস্ট খেলার গৌরব অর্জন করলো ইংলিশরা। দারুণ সেই মাইলফলক জয়ে রাঙালো জো রুট-বেন স্টোকসরা।
ওলে পোপের অপরাজিত ১৩৫ ও বেন স্টোকসের ১২০ রানের উপর ভর করে ৯ উইকেটে ৪৯৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ডমিনিক বেসের স্পিন ঘুর্ণিতে মাত্র ২০৯ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। মাত্র ১ রানে শেষ ৪ উইকেট হারায় স্বাগতিকরা।

ডমিনিক বেস নেন ৫ উইকেট।
ফলোঅনে পড়া প্রোটিয়ারা ঘুরে দাঁড়াতে ব্যর্থ দ্বিতীয় ইনিংসেও। অনিয়মিত বোলার জো রুটের বোলিং তোপে পড়ে ৮৬ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলা স্বাগতিকরা ২৩৭ রান করতে পেরেছে কেশব মহারাজ (৭১ রান) ও ড্যান পিটারসেনের ব্যাটে (৩৯ রান)। দশম উইকেট জুটিতে ৯৯ রান যোগ করেন দু’জন। অধিনায়ক জো রুট ৪টি উইকেট নেন। জোহনেসবার্গে শুক্রবার শুরু সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট।

Development by: webnewsdesign.com