নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নতুন আলু তোলা শুরু করেছে কৃষকরা। খেতে কেউ মাটি খুঁড়ছেন, কেউ আলু কুড়াচ্ছে, কেউ বস্তা ভরছেন। আলু তোলার এমন দৃশ্য চোখে পড়ে উপজেলার বিস্তীর্ণ এলাকায়। আবহাওয়া অনুকূলে থাকায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে। ভালো দাম পেয়ে কৃষকরাও খুশি।
প্রতি বছর কৃষকরা আগাম আমন ঘরে তুলে আলুর বাজার ধরার আশায় আগেভাগে বীজ রোপণ করেন। বাড়তি ঝামেলা ছাড়াই খেতেই প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৭৮ টাকা দরে। কিশোরগঞ্জ উপজেলার কুঠিপাড়া গ্রামের কৃষক নুরুল আলীম বলেন, ৭৮ টাকা কেজি দরে আলু বিক্রি করেছি। খরচ বাদে দ্বিগুণ লাভ হচ্ছে।
আলু ব্যবসায়ী সেলিম হাওলাদার বলেন, কিশোরীগঞ্জে আগাম আলু উত্তোলন হয়। এ কারণে চাঁদপুর থেকে এসে নতুন আলু কিনে নিয়ে যাই। ৭৮ টাকা দরে মাঠ থেকে ৬৭০ কেজি আলু কিনেছি। কিশোরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম বলেন, চলতি বছর ৬ হাজার ৭০০ হেক্টর জমিতে আগাম আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ৪ হাজার ৬০০ হেক্টরে আগাম আলু আবাদ হয়েছে।
Development by: webnewsdesign.com