সামাজিক যোগাযোগমাধ্যম চ্যাটজিপিটি ব্যবহার করা যাবে স্ন্যাপচ্যাট লেন্সে

শনিবার, ১১ নভেম্বর ২০২৩ | ৬:৩৪ অপরাহ্ণ

সামাজিক যোগাযোগমাধ্যম চ্যাটজিপিটি ব্যবহার করা যাবে স্ন্যাপচ্যাট লেন্সে
সামাজিক যোগাযোগমাধ্যম চ্যাটজিপিটি ব্যবহার করা যাবে স্ন্যাপচ্যাট লেন্সে
apps

সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটের অগমেন্টেড রিয়েলিটিভিত্তিক (এআর) লেন্সে খুব শিগগিরই ব্যবহার করা যাবে চ্যাটজিপিটি। এ তথ্য জানিয়েছে, চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। তাদের বার্ষিক ডেভেলপার অনুষ্ঠান লেন্স ফেস্টে এ তথ্য জানানো হয়।

এই সুবিধা ব্যবহারের জন্য লেন্স স্টুডিও ৫.০ বেটা টুল উন্মুক্ত করা হয়েছে। ডেভেলপাররা লেন্স স্টুডিওর নতুন এই বেটা সংস্করণে ফিল্টার তৈরি করে চ্যাটজিপিটি যোগ করতে পারবেন।

এর আগে স্ন্যাপচ্যাট ওপেনএআইয়ের চ্যাটজিপিটি কাজে লাগিয়ে নিজস্ব চ্যাটবট ‘মাই এআই’ চালু করে। ফলে ব্যবহারকারীরা সহজেই নিজেদের ছবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা ফিল্টার ব্যবহার করতে পারছেন। এ ছাড়া স্ন্যাপচ্যাট থ্রিডি ফেস মাস্ক জেনারেটর প্রযুক্তির ঘোষণাও দিয়েছে। ফলে লেন্স ব্যবহারকারীরা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই নিজস্ব অভিব্যক্তি তৈরি করার সুযোগ পাবেন।

Development by: webnewsdesign.com