সারাদেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২৩৫০ রোগী

বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ | ৭:৩১ অপরাহ্ণ

সারাদেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২৩৫০ রোগী
সারাদেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২৩৫০ রোগী
apps

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু ১২১৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৩৫০ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৪৯ হাজার ৫৪৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৪ হাজার ১৯৪ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন এক লাখ ৫৫ হাজার ৩৪৯ জন।

এছাড়া এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৪০ হাজার ৯৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯০ হাজার ৯৭৩ জন এবং ঢাকার বাইরের এক লাখ ৪৯ হাজার ১২৪ জন।

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া দুই হাজার ৩৫০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৫১৫ জন। ঢাকার বাইরে ১৮৩৫ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকার বাসিন্দা সাতজন এবং ঢাকার বাইরের একজন।

Development by: webnewsdesign.com