অনেক নাটকীয়তার পর তিন ফরম্যাটের ক্রিকেট খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। তবে এই সফরে না যাওয়ার ব্যাপারে মৌখিকভাবে আগেই জানিয়েছিলেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। শেষ পর্যন্ত তাই ঘটালেন এই ‘মি. ডিপেন্ডেবল। কিন্তু এতদিন জানা যাচ্ছিল না আসলে কি কারণে পাকিস্তান সফরে যেতে রাজি নন মুশফিক। অবশেষে তিনি নিজেই পাকিস্তান সফরে তার না যাওয়ার আসল কারণ জানালেন।
এ ব্যাপারে বঙ্গবন্ধু বিপিএলের ফাইনাল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুশফিক বলেন, আমি আগেই বলেছি পারিবারিক কারণে আমি পাকিস্তান সফরে যাচ্ছি না। তারা (পরিবার) ভয়ে শঙ্কিত। এই অবস্থায় আমি গিয়ে খেলতে পারি না। আমি বোর্ডকে আগেই অনুরোধ করেছি তারা মেনে নিয়েছেন। পাকিস্তান হয়ত আগের চেয়ে ভালো। কিন্তু দুই বছর যদি এমন যায় তাহলে হয়ত আত্মবিশ্বাস আমার কাছে আসবে যাওয়ার জন্য। এর আগেও পাকিস্তানে আমি ট্যুর করেছি। ২০০৮ সালে গিয়েছি। খেলার জন্য অনেক ভালো জায়গা।
তিনি আরো বলেন, আমি আশা করব দুই তিন বছর পরিস্থিতি যদি ধারাবাহিকভাবে ভালো থাকে তখন না যাওয়ার কোনো কারণ নেই। যদি বলেন বাংলাদেশের ক্রিকেটে একটা বড় সিরিজ মিস করা। একইসঙ্গে আমার কাছে সুযোগও ছিল পিএসএলে খেলা। আমি কিন্তু প্রথমেই না করে দিয়েছি। আমি জানি পুরো টুর্নামেন্ট (পিএসএল) পাকিস্তানে হবে। আমি বলেছি আমার পরিবার আমাকে যেতে অনুমতি দিচ্ছে না, কাজেই ওখানে যাওয়ার প্রশ্ন ওঠে না।
Development by: webnewsdesign.com