সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে ভোট দিলেন জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। আজ বুধবার (২১ জুন) সকাল সাড়ে নয়টায় নগরীর ৯নং ওয়ার্ডের আনন্দনিকেতন স্কুলে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ভোট দিতে যান।
এসময় তিনি অভিযোগ করে বলেন, ভোটকেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। এখানে ভোটকেন্দ্রে এসে দেখলাম ভেতরে নৌকার প্রার্থীর মানুষেরা ঘোরাফেরা করতেছে। গতকাল রাত থেকে নগরীর বিভিন্ন এলাকায় বাসায় বাসায় গিয়ে আমার ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। যদি নির্বাচন সুষ্ঠু হয়, তাহলে আমিই জিতবো।
সিলেট সিটিতে এবার মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। তাদের মধ্যে পুরুষ দুই লাখ ৫৪ হাজার ৩৬০ এবং নারী দুই লাখ ৩৩ হাজার ৩৮৭ জন। ৪২টি সাধারণ ওয়ার্ডের ১৯০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। মেয়র পদে আট, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭৩ এবং সংরক্ষিত ওয়ার্ডে ৮৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Development by: webnewsdesign.com