কিশোর-কিশোরীদের ওপর স্মার্টফোনের প্রভাব এতটা ভয়ঙ্কর!

মঙ্গলবার, ২০ জুন ২০২৩ | ১:১৯ অপরাহ্ণ

কিশোর-কিশোরীদের ওপর স্মার্টফোনের প্রভাব এতটা ভয়ঙ্কর!
কিশোর-কিশোরীদের ওপর স্মার্টফোনের প্রভাব এতটা ভয়ঙ্কর!
apps

স্মার্টফোন কিশোর-কিশোরীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে, বিভিন্ন সময় গণমাধ্যমের খবরে তা উঠেও এসেছে। কিন্তু এই স্মার্টফোনের প্রভাব কতটা ভয়ঙ্কর তা এবার ওঠে এল ভারতীয় গণমাধ্যমে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, মোবাইল ফোন কেড়ে নেওয়ায় নিজের মাকেই মেরে ফেলার চেষ্টা করল এক কিশোরী। শেষ পর্যন্ত বাধ্য হয়ে হেল্পলাইন নম্বরে ফোন করে সাহায্য চাইলেন ওই কিশোরীর মা। ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের আহমেদাবাদে।

ওই নারীর অভিযোগ, মোবাইলের প্রতি আসক্তি ছিল তার ১৩ বছরের কন্যার। রাতে দীর্ঘ সময় ধরে মোবাইল ঘাঁটত সে। অনেক রাত পর্যন্ত ফোনে বন্ধুদের সঙ্গে কথা বলত কিশোরী। এর ফলে কিশোরীর পড়াশোনার ক্ষতি হচ্ছিল। তাই কিছু দিন আগে তার মোবাইল ফোন কেড়ে নেন মা।

হেল্পলাইনে ফোন করে ওই নারী দাবি করেন, ফোন কেড়ে নেওয়ার পর থেকেই তার কন্যার আচরণ বদলাতে থাকে। মাঝেমধ্যেই তিনি দেখতে পান যে, চিনির কৌটায় রাখা রয়েছে কীটনাশক। আবার বাথরুমের মেঝেতে পরিষ্কার তরল বস্তু ফেলে রাখা হয়েছে। ওই নারীর আশঙ্কা, তাকে মারতেই এই কাণ্ড ঘটিয়েছে তার কিশোরী কন্যা। শেষ পর্যন্ত কিশোরীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, কিংবা তার কাউন্সেলিং করানো হয়েছে কি না, তা জানা যায়নি।

ফোন না দেওয়ায় কিশোর-কিশোরীদের এমন আচরণের ঘটনা নতুন নয়। গত বছর ভারতের উত্তরপ্রদেশের লখনউতে মোবাইল ফোনে গেম খেলতে না দেওয়ায় মাকে খুন করার অভিযোগ উঠেছিল এক কিশোরের বিরুদ্ধে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে

Development by: webnewsdesign.com