ফরমালিনের বিষক্রিয়ায় আমরা পঙ্গু হয়ে যাচ্ছি : রাষ্ট্রপতি

বুধবার, ০৮ জানুয়ারি ২০২০ | ৮:২০ অপরাহ্ণ

ফরমালিনের বিষক্রিয়ায় আমরা পঙ্গু হয়ে যাচ্ছি : রাষ্ট্রপতি
apps

ফরমালিনের বিষক্রিয়ার ফলে জাতি হিসেবে আমরা পঙ্গু হয়ে যাচ্ছি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, ‘ফলমূল, শাকসবজিসহ সবকিছুতেই এখন ফরমালিন। এসব খাওয়ার ফলে দেশে ক্যান্সার রোগী বাড়ছে। গত ২০-৩০ বছর আগেও এত ক্যান্সার রোগীর কথা আমরা শুনতাম না। অথচ বর্তমানে ফরমালিনযুক্ত খাবার খাওয়ার ফলে ক্যান্সারের এ সংখ্যা বাড়ছে। এ কারণে ধীরে-ধীরে আমরা জাতি হিসেবে পঙ্গু হয়ে যাচ্ছি।’ বুধবার (৮ জানুয়ারি) বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, ‘একজন মানুষকে হত্যার অপরাধে ৩০২ ধারায় যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড হয়। অথচ কিছু মানুষ খাবারে ফরমালিন দিয়ে ব্যবসার নামে লুটপাট ও গণহত্যা চালাচ্ছে। দেশের সার্বিক বিষয় চিন্তা করে এদের বিরুদ্ধে সরকারি পদক্ষেপ ও সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।’

আমাদের পরিষ্কার-পরিচ্ছন্নতার মন-মানসিকতা উঠে গেছে মন্তব্য করে রাষ্ট্রপতি আরও বলেন, ‘শাহজালাল (রহ.) ও শাহ পরান (র.)সহ অসংখ্য ওলি-আউলিয়ার পুণ্যভূমি সিলেট। অথচ এখানকার রাস্তাঘাট দেখে মনে হচ্ছে আমাদের পরিষ্কার-পরিচ্ছন্নতার মন-মানসিকতা উঠে গেছে। পলিথিন, কাগজপত্র, পেপার যাচ্ছেতাই পড়ে আছে রাস্তায়। অথচ বিদেশে থুথু ফেলারও সুযোগ নেই। আমরা যারা আছি তারা স্কুল,কলেজ,মাদ্রাসার শিক্ষার্থীদেরকে মোটিভেট করতে হবে। আমরাসহ যারা দেশের বিভিন্ন স্তরের নেতারা আছেন, তারা দেশের সর্বস্তরের মানুষকে সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে।’

Development by: webnewsdesign.com