বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোয়াজ্জেম আলী আর নেই। আজ সোমবার সকাল ১১টা ৫৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএইচএম) তিনি মারা যান। (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন।
ভারতে পাঁচ বছর দায়িত্ব পালন করে সম্প্রতি সৈয়দ মোয়াজ্জেম আলী ঢাকায় ফেরেন।
মোয়াজ্জেম আলীর জন্ম ১৯৪৪ সালে সিলেটে। ১৯৬৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএস পাস করেন। তিনি পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন এবং লাহোরের সিভিল সার্ভিস একাডেমিতে প্রশিক্ষণ নেন। ১৯৭৩ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত তিনি জন হপকিন্স বিশ্ববিদ্যালয়, স্কুল অব অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজে পড়াশোনা করেন ।
সৈয়দ মোয়াজ্জেম আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Development by: webnewsdesign.com