২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গিতে আটজনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। এর আগে গত ৬ সেপ্টেম্বর পাঁচজনের মৃত্যু হয়েছিল। নতুন আটজনকে নিয়ে চলতি বছর ডেঙ্গিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৮৩ জনে। গত ২৪ ঘণ্টায় আরও ৭৬৫ জন ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৯৫ জনে।
বৃহস্পতিবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৪৯৭ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৮ জন। সবমিলিয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৯১৫ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৭৮০ জন।
এতে আরও বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (বৃহস্পতিবার) পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ২৮২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২০ হাজার ৫০৪ জন।
Development by: webnewsdesign.com