১৫ লাখের বেশি ডোজ টিকা আনা হয়েছে শিশুদের জন্য

রবিবার, ৩১ জুলাই ২০২২ | ১:১২ অপরাহ্ণ

১৫ লাখের বেশি ডোজ টিকা আনা হয়েছে শিশুদের জন্য
apps

করোনাভাইরাস এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবুও অধিক সতর্কতায় এবার ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকাদানের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ১৫ লাখের বেশি ডোজ টিকা আনা হয়েছে।শনিবার (৩০ জুলাই) সকালে ঢাকায় পৌঁছেছে ৫ বছরের বেশি বয়সী শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ টিকা।

স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) তথ্য বলছে, আগস্টে শিশুদের টিকা দেয়া শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পরই দিনক্ষণ ঠিক করা হবে। শিশুদের ক্ষেত্রে ফাইজারের টিকা ব্যবহার করা হবে। জন্মনিবন্ধন দিয়ে সুরক্ষা অ্যাপে নিবন্ধনের মাধ্যমে টিকা নিতে হবে।

উল্লেখ্য, দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে প্রায় দেড় বছর আগে টিকাদান কর্মসূচি শুরু করে সরকার। পরে সেটি কমিয়ে ৭০ শতাংশে নামিয়ে আনা হয়। ইতোমধ্যে প্রায় ১৩ কোটি মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। পরিধি বাড়াতে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি ১২ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের পর এবার ৫ থেকে ১১ বছর বয়সীদেরও টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Development by: webnewsdesign.com