বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম বেড়ে যাওয়ায় দেশে দামে লাগাম টানতে আমদানি পর্যায়ে যে ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছিল, সেই সুবিধা আরও তিন মাস থাকছে।
রোববার জাতীয় রাজস্ব বোর্ডের এক স্ট্যাচুটরি রেগুলেটরি অর্ডার (এসআরও) জারি করে এই ভ্যাট প্রত্যাহার সুবিধা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়।
ইউক্রেইন যুদ্ধ শুরুর ভোজ্য তেলের বাজার চড়ে। তাতে দেশের বাজারে সয়াবিনসহ ভোজ্য তেলের দাম কয়েক মাসের ব্যবধানে প্রতি লিটারে ৫৫ টাকা বেড়ে যায়।
তবে বিশ্ববাজারে দাম কমায় গত মাসের শেষ দিকে ৬ টাকা কমে সয়াবিন এখন প্রতি লিটার বোতল ১৯৯ টাকায় বিক্রি হচ্ছে।
দরের ঊর্ধ্বগতির মধ্যে গত ১০ মার্চ ভোজ্য তেলের আমদানি পর্যায়ে ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছিল। তা ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে বলে জানানো হয়েছিল। এখন সেই সুবিধা তিন মাস বাড়ানো হল।
Development by: webnewsdesign.com