দেশের ইতিহাসে প্রথম ১শ ছাড়াল ডলারের দাম 

মঙ্গলবার, ১৭ মে ২০২২ | ৭:৪৯ অপরাহ্ণ

দেশের ইতিহাসে প্রথম ১শ ছাড়াল ডলারের দাম 
apps

দেশের খোলা বাজারে ১০২ টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে এক মার্কিন ডলার। মাত্র একদিনের ব্যবধানে ৪ টাকা বেড়ে খোলা বাজারে ডলারের দাম শতক ছাড়িয়েছে মঙ্গলবার (১৭ মে)।আজ রাজধানীর বিভিন্ন এলাকার মানি এক্সচেঞ্জে প্রতি ডলার সর্বোচ্চ ১০২ টাকায় বিক্রি হলেও পর্যাপ্ত ডলার সরবরাহ করতে পারছে না তারা। 

ডলারের এই মূল্য বৃদ্ধিকে অস্বাভাবিক মনে করছেন বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলার্স এসোসিয়েশন (বাফেদা) সভাপতি, সোনালী ব্যাংকের সিইও আতাউর রহমান প্রধান। তবে বিষয়টি স্যাবোটাজ কি না তা খতিয়ে দেখতে বাংলাদেশ ব্যাংকের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।

রাজধানীতে গতকালও ডলারের বিনিময় মূল্য ছিল ৯৮ টাকা। আজ বাজারে ডলার নেই বললেই চলে। আজ ১০২ টাকায় ডলার বিক্রি হচ্ছে।

চাহিদা বৃদ্ধি ও সংকটের কারণে এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ ব্যাংক গতকাল মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমায়। প্রতি মার্কিন ডলারের বিনিময়মূল্য ৮০ পয়সা বাড়িয়ে ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়।

প্রসঙ্গত, গত জানুয়ারিতে ডলারের বিনিময়মূল্য ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা করেছিল বাংলাদেশ ব্যাংক। গত ২৩ মার্চ তা আবার ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ২০ পয়সা করা হয়। যা গত ২৭ এপ্রিল ২৫ পয়সা বাড়ানো হয়। তাতে ১ ডলারের বিনিময়মূল্য দাঁড়ায় ৮৬ টাকা ৪৫ পয়সায়। সর্বশেষ ৯ মে ডলারের বিনিময়মূল্য ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়।

Development by: webnewsdesign.com