বাড়তে পারে গ্যাসের দাম

রবিবার, ২৪ এপ্রিল ২০২২ | ১২:০৮ অপরাহ্ণ

বাড়তে পারে গ্যাসের দাম
apps

ঈদের ছুটি শেষেই গ্যাসের দাম বাড়ার ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আব্দুল জলিল।

তিনি বলেন, দাম বাড়লেও এমনভাবে বাড়ানো হবে যাতে সরকারও বাঁচে, জনগণেরও কষ্ট কম হয়। উভয় পক্ষের সমতা ও ন্যায্যতা নিশ্চিত করা হবে।

বিইআরসির সূত্র জানিয়েছে, ঈদের আগেই গ্যাসের দাম বাড়াতে অব্যাহত চাপ দিয়ে যাচ্ছে অর্থ বিভাগ।সম্প্রতি উচ্চ পর্যায়ে অনুষ্ঠিত একটি বৈঠকে বলা হয়েছে, এক দিন আগেও দাম বাড়াতে পারলে সরকারের লোকসান কম হয়।

১৮ মে বিদ্যুতের পাইকারি দাম বৃদ্ধির প্রস্তাবের ওপর গণশুনানির তারিখ নির্ধারিত রয়েছে। বিদ্যুতের দামের সঙ্গে গ্যাসের দাম বৃদ্ধির ইস্যুটি জড়িত।

Development by: webnewsdesign.com