ঢাকা কলেজ শিক্ষার্থীদের সমর্থন ইডেন কলেজ ছাত্রীরা

মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২ | ৪:১৯ অপরাহ্ণ

ঢাকা কলেজ শিক্ষার্থীদের সমর্থন ইডেন কলেজ ছাত্রীরা
apps

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সমর্থনে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন ইডেন কলেজের শিক্ষার্থীরা। তারা নীলক্ষেতে সড়ক অবরোধ করে নানা স্লোগান দিচ্ছেন। এ সময় তাদের হাতে ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’-লেখা প্ল্যাকার্ড দেখা গেছে।

মঙ্গলবার বেলা সাড়ে ৩ টার দিকে নীলক্ষেত মোড়ে এ দৃশ্য দেখা গেছে। এদিকে শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় নীলক্ষেত মোড় ও গণতন্ত্র তোরণে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা ঢাকা কলেজের শিক্ষার্থীদের পক্ষে স্লোগান দিচ্ছেন। বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকেও শিক্ষার্থীরা ঢাকা কলেজ শিক্ষার্থীদের সমর্থন দিচ্ছেন।

মঙ্গলবার দুপুর দেড়টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে প্রথমে জড়ো হন। পরে নীলক্ষেত মোড় অবরোধ করেন। এসময় ঢাবি শিক্ষার্থীদের তোরণে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানাতে দেখা গেছে এবং ঢাবিতে প্রবেশের রাস্তা বন্ধ করে দিয়েছেন তারা। প্রসঙ্গত, নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সোমবার রাতে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। মঙ্গলবার দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

Development by: webnewsdesign.com