রাজশাহীতে আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যু হবে: সুজন

সোমবার, ০৭ মার্চ ২০২২ | ৭:২৯ অপরাহ্ণ

রাজশাহীতে আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যু হবে: সুজন
apps

রাজশাহী হচ্ছে ক্রিকেটার তৈরীর কারখানা। কিন্তু নানা কারনে এখন তে ভাটা পড়েছে। পূর্বে রাজশাহীর নাম শুনলে অন্যান্য দল ভয়ে কাপতো। তবে এখন আবারও পূর্বের সেই অবস্থা ফিরতে শুরু করেছে। রাজশাহীতে আন্তর্জাতিক মানের ভেন্যুর জন্য তিনি চেষ্ঠা করছেন। এনিয়ে বোর্ডে আলোচনা হয়েছে। তবে আন্তর্জাতিক মানের ভেন্যু করতে আইসিসি এর কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে। সেগুলোও রাজশাহীর ক্রীড়া সংগঠক ও ক্রীড়াপ্রেমি জনগণ ও নেতৃবৃন্দ পুরণ করতে পারবেন। রোববার রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ সমিতি, রাজশাহী আয়োজনে নগরীর তেরখাদিয়ায় শহীদ এ.এইচ.এম বিভাগীয় স্টেডিয়ামে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক ও জাতীয় ক্রিকেট দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এই কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, প্র্যাক্ট্রিস ছাড়া কোন উপায় নাই। তিনি রাজশাহীকে নিয়ে অনেক চিন্তা করেন। কারন তিনি রাজশাহীকে অনেক ভাল বাসেন। অনেক ছোটবেলা থেকে তিনি রাজশাহীতে আসেন এবং অনেক ক্লাব ও দলের হয়ে খেলেছেন। এখনো তিনি রাজশাহীতে আছেন। তিনি একটি ক্রিকেট একাডেমি পরিচালনা করেন। সেখানে তিনি অনেক সহযোগিতা করেন বলে জানান তিনি। বগুড়ায় যেভাবে আন্তর্জাতিক মানের ভেন্যু হয়েছে, তেমনি রাজশাহীতেও একই ধরনের ভেন্যু হবে বলে আশ্বাস প্রদান করেন প্রধান অতিথি।

নগরীর তেরখাদিয়ায় শহীদ এএইচএম বিভাগীয় স্টেডিয়ামে পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ডিভিশন ক্রিকেট কোচ শাহনেয়াজ শহীদ শানু, বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকট লীগ রাজশাহী-২০২২ এর পৃষ্ঠোপোষক তৌরিদ আল-মাসুদ (রনি), রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোস্তাক হোসেন, সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী (অনু), প্রভাতী সংঘের সভাপতি, সাবেক কাঁকনহাট পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মজিদ ও টাউন ক্লাব এর সত্বাধিকারী ইনতেখাব আলম বাবর। এছাড়াও চ্যাম্ফিন ও রানার-আপ দলের খেলোয়ারগণ ও ক্লাবের এবং আয়োজক সংস্থার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য রোববার বঙ্গবন্ধু রাজশাহী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের শেষ খেলায় টাউন ক্লাবকে ৪ উইকেটে পরাজিত করে হ্যাট্রিক শিরোপা লাভ করে ১৫ বারের লীগ চ্যাম্পিয়ন রাজশাহী প্রভাতী সংঘ। এ লক্ষে সোমবার সমাপনী ও বিজয়ী এবং রানার-আপ দলের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। শেষ খেলায় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাউন ক্লাব। নিদ্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৫ রান করে টাউন ক্লাব। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন জনি। এছাড়াও জুনায়েদ সিদ্দিকী ৪০ ও দেলোয়ার হোসেন ৪২ রান উল্লেখযোগ্য। প্রভাতী সংগের অন্তর ও নেহাদ ৩টি করে উইকেট লাভ করেন।

২৪৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাজমুল হোসেন শান্ত ১১৫ বলে অপরাজিত ১১৬ রানের উপর নির্ভর করে ৪ উইকেটে জয় লাভের ফলে হ্যাট্রিক শিরোপা অর্জন করে প্রভাতী সংঘ। এছাড়া ও দলের পক্ষে সাব্বির হোসেনের ৪৫ রান উল্লেখযোগ্য। টাউন ক্লাবের রাজু ৩ উইকেট লাভ করেন। খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচে ট্রফি নাজমুল হোসেন শান্ত‘র হাতে তুলে দেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় দিপু রায় চৌধুরী।
এদিকে আয়োজক সংস্থা জানান এবারের লীগে মোট ১০টি দল অংশ গ্রহন করে। খেলা শুরু হয় ৯ ফেব্রæয়ারী-২০২২ ইং তারিখ। এবারে লীগে সর্বোচ্চ রান সংগ্রাহক প্রভাতী সংঘের সাব্বির। তিনি এই লীগে ৪২১ রান করেনে। সর্বোচ্চ উইকেট পান অভিযাত্রী ক্লাবের বাঁধন। তিনি লীগে ২২ উইকেট লাভ করেন। এছাড়া ম্যান অব টুর্ণামেন্ট হন প্রভাতী ক্লাবের সৌরভ এবং উদীয়মান প্লেয়ার নির্বাচিত হন ব্রাইট স্টার ক্লাবের আশরাফুল। সেইসাথে সুশৃংখল দলের স্বীকৃতি লাভ করে রাজশাহী ক্রিকেট ক্লিনিক।

Development by: webnewsdesign.com