দাঁড়িয়ে থাকা ট্রলিতে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত

শনিবার, ২২ জানুয়ারি ২০২২ | ১১:০৭ পূর্বাহ্ণ

দাঁড়িয়ে থাকা ট্রলিতে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত
apps

দিনাজপুরের নবাবগঞ্জে শ্যালো মেশিনে চালিত ডিজেল নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকা ট্রলিতে ধাক্কা লেগে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী ইব্রাহিম খলিল (২৭) নামের এক যুবকের। এ ঘটনায় সাজেদুর রহমান (৩৫) ও আরিফুর রহমান (৩০) মোটরসাইকেল এর যাত্রী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত ৯টায় উপজেলার নবাবগঞ্জ-কাঁচদহ রোডের জামালপুর বাজারের পার্শে ভাউজের মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম খলিল নবাবগঞ্জ উপজেলার ২ নং বিনোদনগর ইউনিয়নের বড় মাগুরা গ্রামের আবু তাহেরের ছেলে। আহত সাজেদুর রহমান ও আরিফুর রহমান একই এলাকার স্হায়ী বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।
তিনি জানান, নিহত ইব্রাহিম আরও দুই জনকে নিয়ে মোটরসাইকেল যোগে নবাবগঞ্জ বাজার থেকে কাঁচদহগামী রাস্তা দিয়ে দ্রুত গতিতে যাচ্ছিলেন। এসময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে জামালপুর বাজারের পার্শে ভাউজের মোড় নামক স্হানে ডিজেল নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকা একটি শ্যালো মেশিনে চালিত ট্রলির সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী ইব্রাহিম খলিলসহ তিন জন গুরুতর আহত হয়।
পরে ঘটনা স্হল থেকে স্থানীয়রা তিন জনকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত্যু ঘোষণা করে। মোটরসাইকেলের বাকি দুই জন ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তারা এখন সুস্থ আছে বলে জানান ওসি।

Development by: webnewsdesign.com