পলাশবাড়ীতে চোখে গুল ও বালু ছিটিয়ে ৩ লাখ ৬৫ হাজার ৮ শত টাকা ছিনতাইয়ে অভিযোগ

বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২ | ৬:৫১ অপরাহ্ণ

পলাশবাড়ীতে চোখে গুল ও বালু ছিটিয়ে ৩ লাখ ৬৫ হাজার ৮ শত টাকা ছিনতাইয়ে অভিযোগ
apps

চোখে গুল ও ধুলা দিয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ী বাজারের বিকাশ,রকেট,ডাচ্ এজেন্ট ব্যাংক,নগদ এর এজেন্ট আতিয়ার রহমান মাষ্টারে নিকট হতে ৩ লাখ ৬৫ হাজার ৮ শত টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আতিয়ার রহমান মাষ্টার পলাশবাড়ী উপজেলার সুলতানপুর দ্বিমুখি উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসাবে কর্মরত রয়েছেন শিক্ষকতার পাশাপাশি তিনি দীর্ঘদিন হলে ব্যবসা করেন।

গতকাল ১৯ জানুয়ারী রাত ১০ টার পর কাশিয়াবাড়ী বাজার হতে নিজ বসতবাড়ীতে ফেরার পথে কাশিয়াবাড়ী মৌজায় আহসান প্রমানিকের বসতবাড়ী পশ্চিম পার্শ্বে ও মৃত মিষ্টারের বসতবাড়ীর পূর্ব পার্শ্বে রিশিঘাট হতে কাশিয়াবাড়ী বাজারের রাস্তার উপরে আতিয়ার রহমানের চোখে গুল ও বালু ছিটিয়ে ধাক্কা চরথাপ্পর লাত্থি দিয়ে রাস্তাপাশে ফেলে শপিং ব্যাগে থাকা দোকানের লেনদেনকৃত ব্যবসার ৩ লাখ ৬৫ হাজার টাকা কেড়ে নিয়ে যায় স্থানীয় দুই যুবক। এঘটনায় জড়িত স্থানীয় দুই যুবককে চিনতে পারেন আতিয়ার রহমান।

আতিয়ার রহমান বলেন,প্রতিদিনের ন্যায় ব্যবসা প্রতিষ্ঠান হতে বসতবাড়ীতে ফেরার পথে এঘটনায় জড়িত চকবালা গ্রামের আলেক উদ্দিনের ছেলে ১। জামিরুল ইসলাম (২০) ও আজিজারের রহমানের ছেলে ২। আবু বক্কর সিদ্দিক (২২) তারা দুজন কে আমি চিনতে পারি। তাদের নামে পলাশবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছি।

এ অভিযোগের ভিক্তিতে সরেজমিনে তদন্ত কার্যক্রম পরিচালনাকারী থানার এস আই সুলতান জানান,বিষয়টির সত্যতা জানতে তদন্ত চলমান রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এভিষয়ে থানা অফিসার ইনচার্জ তদন্ত রুপ কুমার সরকার বলেন, অভিযোগ এর ভিক্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Development by: webnewsdesign.com