মৎস্য বিভাগের অভিযানে জাটকা জব্দ ও জরিমানা আদায়

বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২ | ১২:০২ অপরাহ্ণ

মৎস্য বিভাগের অভিযানে জাটকা জব্দ ও জরিমানা আদায়
apps

বরগুনার তালতলীতে মৎস্য বিভাগের পৃথক অভিযান জরিমানা আদায়। জাল ও জাটকা জব্দ করা হয়েছে।নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে আজ সকাল ৮ টায় পুড়িয়ে ফেলা হয়েছে।জাটকা পরিবহনের অপরাধে তিনটি ট্রাক কে ১৫ হাজার টাকা জরিমানা ও মাছ এতিমখানা ও গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

মঙলবার(১৮র জানুয়ারী)রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ফকির হাট ও তেতুলবাড়িয়া থেকে ছেড়ে আসা বরিশাল গামী তিনটি ট্রাকে অভিযান চালিয়ে (১০ মন)৪০০কেজি জাটকা জব্দ করেন উপজেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাছ পরিবহনের অপরাধে ট্রাক ড্রাইভারদের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে বুড়ীশ্বর নদীতে অভিযান চালিয়ে ২লক্ষ ২৬ হাজার ৫শ টাকা মূল্যের ৩৬ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. কাওসার হোসেন বলেন, জাটকা নিধন রোধে তালতলী মৎস্য বিভাগ,গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় উপজেলা মৎস্য বিভাগ নদীতে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ৩৬ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে আগুন দিয়ে ধ্বংস করে দেওয়া হয় । আর রাতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে তিনটি ট্রাকে অভিযান চালিয়ে ১০ মণ(৪০০ কেজি)জাটকা জব্দ করা হয়। রাতেই জব্দকৃত জাটকাগুলো সকলের উপস্থিতিতে স্থানীয় এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। মৎস্য আহরণসহ জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম সহ আরো অনেকে।

Development by: webnewsdesign.com