র্যাব’র জালে আটক হয়েছে সিলেটের গোপালগঞ্জের ২ প্রতারক। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজার) এর অভিযানে সৌদি রিয়াল দেখিয়ে প্রতারণা চক্রের ০২ (দুই) সদস্য গ্রেফতার।
র্যাব-৯, সিলেট এর আওতাধীন সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজার) এর একটি আভিযানিক দল গত ১৮ জানুয়ারী ২০২২ ইং দুপুর ১৩.২০ টার সময় সিপিসি-২ এর অভিযানিক দল মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সংলগ্ন সিভিল সার্জন এর কার্যালয় সামনে পাকা রাস্তার উপর হতে সৌদি আরবের রিয়াল – ৪০০/-, সংবাদপত্রের কাগজের পুটলি – ০১টি, ০২টি মোবাইল, ০৪টি সীমকার্ড, নগদ – ১,৫০০/-টাকাসহ ধৃত প্রতারক নাসির শেখ (৪৮) ও নজরুল তালুকদার (৩৭) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত নাসির শেখ গোপালগঞ্জ জেলার মোকসুদপুর থানার শ্চিম নওখন্ডা গ্রামের মৃত ইউনুছ শেখের পুত্র এবং নজরুল তালুকদার গোপালগঞ্জ জেলার মোকসুদপুর থানার গোহালা ইউপির বামনডাঙ্গা গ্রামের মৃত ইব্রাহিম তালুকদার এর পুত্র।
বর্তমান ঠিকানা- ওসমানী মেডিকেল কলেজের পূর্বপাশে আবুল কালামের বাড়ীর ভাড়াটিয়া, কাজলশাহ, থানা- কোতয়ালী, জেলা- এসএমপি সিলেট।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় জানায় যে, সুকৌশলে দীর্ঘদিন যাবৎ প্রতারণার মাধ্যমে সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সহিত প্রতারণা করে আসছিল। প্রতারক নাসির শেখ (৪৮) ও নজরুল তালুকদার (৩৭) প্রতিবারের ন্যায় ভিকটিমের কাছে গিয়ে বলতেন, তাদের কাছে সৌদি আরবের ৫০ রিয়ালের একটি নোট আছে। তারা সেটি ভাঙাতে চান। কিন্তু কোথায় ভাঙানো যায় তা বুঝতে পারছেন না। ভিকটিম তাদের ৫০০ টাকা দিলেই রিয়ালটি তারা তাকে দিবেন। তাদের কথায় রাজি হয়ে ভিকটিম ৫০০ টাকায় রিয়ালটি কিনে নেন। এ সময় প্রতারকদ্বয় ভিকটিমের মোবাইল নম্বর নিয়ে চলে যান। এরপর রাতে তারা ভিকটিমের মুঠোফোনে কল দিয়ে জানান, তাদের কাছে আরও রিয়াল আছে। তারা সেগুলো কম মূল্যে বিক্রি করতে চান। মাত্র লাখ টাকার বিনিময়ে তারা ভিকটিমকে সমমূল্যের রিয়াল দিবে। ভিকটিম লোভে পড়ে এই রিয়াল নিতে রাজি হয়ে যান। ভিকটিম প্রতারকের কথামতো প্রতারকের সাথে দেখা করেন। প্রতারক ভিকটিমের কাছ থেকে নগদ লাখ টাকা নিয়ে ভিকটিমকে একটি শপিং ব্যাগ ধরিয়ে চলে যায়। ব্যাগের উপরে মাত্র কিছু রিয়ালের নোট দেখা যাচ্ছিল তার নিচে কিছু খবরের কাগজ ভাঁজ করে রাখা হয়েছে। এভাবে তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে প্রতারণার স্বীকার বানিয়ে আসছিল।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত প্রতারকের বিরুদ্ধে মৌলভীবাজার জেলার সদর থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক থানায় হস্তান্তর করা হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তি
Development by: webnewsdesign.com