১২৫ পিস ইয়াবাসহ শিবলী মৃধা নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। মঙ্গলবার রাতে উত্তর তক্তাবুনিয়া গ্রামের একটি ব্রীজ থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক মোঃ রাসেল মজুমদার তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানাগেছে, উপজেলার উত্তর তক্তবুনিয়া গ্রামের নুরু মৃধার ছেলে মোঃ শিবলী মৃধা দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমানের নেতৃত্বে এসআই শুভ বাড়ৈ অভিযান চালিয়ে শিপন মৃধাকে ১২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে ওইদিন রাতে আমতলী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। বুধবার শিপনকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক মোঃ রাসেল মজুমদার তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, ইয়াবা বিক্রেতা শিপন মৃধাকে আদালতে পাঠানো হয়েছে।
Development by: webnewsdesign.com