জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ সহচর সাবেক প্রধানমন্ত্রী, জাতীয় চার নেতার অন্যতম নেতা, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ক্যাপ্টেন শহীদ এম মনসুর আলী ১০৫তম জন্মবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে নানা আয়োজন করে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ ।
রোববার (১৬ জানুয়ারি) দুপুরে দিবসটি উপলক্ষে কলেজ প্রাঙ্গনে আলোচনা সভা,দোয়া মাহফিল , কেক কর্তন, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় চার নেতা শহিদ এম মনসুর আলীর বর্ণাঢ্য কর্মময়জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন , প্রধান অতিথি হিসেবে অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল করিম। সভাপতিত্ব করেন প্রাণী বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আব্দুর রহিম । প্রধান অতিথি স্মৃতি চারণ করতে গিয়ে বলেন, “১৯৬৬ সালে বঙ্গবন্ধুর ছয়দফা আন্দোলনে মনসুর আলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭১ সালে তিনি মুজিবনগরে গঠিত প্রবাসী বাংলাদেশ সরকারের মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
মনসুর আলী স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভায় যোগাযোগ মন্ত্রী এবং পরবর্তী সময়ে স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।মনসুর আলী ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হলে, খন্দকার মোশতাক আহমদ আওয়ামী লীগে তাঁর কতিপয় সহকর্মীকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেন। কিন্তু মনসুর আলী ও অপর তিন জাতীয় নেতা মন্ত্রিসভায় যোগদানে অস্বীকৃতি জানালে ২৩ আগস্ট তাঁদেরকে গ্রেপ্তার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রাখা হয়।
কারাগারে আটক অবস্থায় ৩রা নভেম্বর অপর জাতীয় তিন নেতাসহ মনসুর আলীকে ঘাতকের বুলেটের আঘাতে নির্মমভাবে হত্যা করা হয়। তার মৃত্যুতে শোকাভিভূত হয়ে কেঁদেছে কাজিপুর,কেঁদেছে সিরাজগঞ্জ তথা পুরো বাংলাদেশ। বিশ্ববাসীর নিকট রেখে গেছেন তার কীর্তি,বেঁচে আছেন বর্ণাঢ্য কর্মের মধ্যে, চিরকাল থাকবে আমাদের অন্তরে। তিনিই আমাদের প্রেরনার উৎস। তিনি আমাদের আর্দশ, তার আর্দশকে ধারণ করে আগামী প্রজম্মকে এগিয়ে যেতে হবে।”
অত্র কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মুশফিকুর রহমান মুক্তার পরিচালনায় ও পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক আল আমিন এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে এম মনসুর আলী এর স্মৃতি চারণ করেন সহযোগী অধ্যাপক মাহসুদুল হাসান মাজেদ, সহকারী অধ্যাপক ড. আব্দুর রহমান, সহকারী অধ্যাপক আতাউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মাহবুবুল আলম , সহকারী অধ্যাপক আব্দুল মতিন, জাহাঙ্গীর আলম, প্রভাষক আনিসুর রহমান মাসুম,এস এম আদিলুজ্জামান,ফজলুল হক, মরিয়ম আক্তার, আলমগীর হোসেন সহ আরও অনেকে।এ সময় শহিদ এম মনসুর আলীর ১০৫ তম জম্মবার্ষিকীর উপর কুইজ প্রতিযোগিতার ১০৫ জন ছাত্র এবং ১০৫ জন ছাত্রীদের মাঝে পুরস্কার হিসেবে কলম বিতরণ করেন অতিথি বৃন্দ এবং কেক কেটে শিক্ষার্থীদের মাঝে তুলে দেন।
যার জন্মে আলোকিত হয়েছিল কাজিপুর ও সিরাজগঞ্জ। সেই কৃতিসন্তানকে জন্মদিনে শ্রদ্ধার সাথে স্মরণ করে তারই সহযোগিতায় প্রতিষ্ঠিত হওয়া কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ ।
Development by: webnewsdesign.com