বরগুনা আমতলীর পায়রা নদীতে এক জেলের জালে ৩৫ কেজি ওজনের একটি রুই মাছ ধরা পড়েছে। গত ২০ বছরে এটিই ছিলো নদী থেকে ধরা সবচেয়ে বড় রুই মাছ।
শনিবার (১৫ জানুয়ারী) সকালে আমতলী মাছ বাজারের হিজবুল্লা মৎস্য আড়তের মাছটি ২১ হাজার টাকায় বিক্রি করা হয়। ৩৫ কেজি ওজন হয়েছিলো মাছটিতে।
মাছ বাজার সূত্রে জানা যায়, আমতলী সদর ইউনিয়নের ছোট আমতলী গ্রামের জেলে মোজাম্মেল হক হাওলাদার শনিবার মধ্যরাতে পায়রা নদীতে জাল ফেলে। এরপর শনিবার সকালে জাল তুলতে গিয়ে দেখেন জালে বড় আকারের একটি রুই মাছ ধরা পড়ে। এরপর সকাল ১০ টার সময় জেলে মোজাম্মেল হাওলাদার বিক্রির জন্য আমতলী বাজারে মাছ নিয়ে আসেন।
এবিষয়ে জেলে মোজাম্মেল হাওলাদার বলেন, শনিবার গভীর রাতে পায়রা নদীতে জাল ফালাই।পরে শনিবার সকালে জাল উঠিয়ে দেখি বিশাল সাইজের এক রুই মাছ। মাছটি দেখে আমি খুশি হই। আমি জীবনে এত বড় রুই মাছ পায়রা নদীতে ধরা পরতে দেখিনি।
এবিষয়ে ক্রেতা আবু সালেহ বলেন, আমি ১২’শ টাকায় ২ কেজি মাছ কিনি। এত বড় মাছ দেখে লোভ সামলাতে পারিনি, তাই কিনে নিলাম। এতবড় মাছ আগে কখনও দেখিনি।
আমতলী মাছ বাজারের হিজবুল্লা মৎস্য আড়তের মালিক মিনহাজ উদ্দিন বলেন, আমি আমতলীর মাছ বাজারে ১৫-২০ বছর ধরে ব্যবসা করি। এর আগে এই নদীতে এত বড় রুই মাছ ধরা পড়েছে বলে আমার জানা নাই। আমি নিজেও আগে এতবড় রুইমাছ দেখিনি।
বরগুনা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, দেশি প্রজাতির মাছগুলো ক্রমাগত হারিয়ে যাচ্ছে। নিয়মিত অভিযান করায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ হয়েছে। আমরা অভিযান চালিয়ে যাচ্ছি। নদীতে এখন মাঝে মাঝে বড় মাছ জেলেদের জালে দেখা যাচ্ছে।
Development by: webnewsdesign.com