সোমবার, ১০ জানুয়ারি ২০২২ | ২:৩৩ অপরাহ্ণ
স্বাধীনতার পঞ্চাশে বাংলাদেশ।রংপুরের দুই পরিবার দীর্ঘ দিনেও স্বীকৃতি না পেয়ে এখনো ঘুরছেন দ্বারে দ্বারে। সচেতন মহল বলছেন, বিজয়ের ৫০ বছরেও বাদ পড়াদের তালিকা দ্রুত প্রনয়ন করা এখন সময়ের ব্যাপার। আর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বলছেন,পরিবারগুলো যোগাযোগ করলে সহযোগিতা করা হবে।
বিজয়ের ৫০ বছরেও রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি মুক্তিযুদ্ধে শহীদ সতীশ চন্দ্র বর্মণের পরিবারের। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তরিক সমবেদনা পত্রসহ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের দুই হাজার টাকার একটি চেক পাঠালেও অদ্যাবধি সতীশ চন্দ্র বর্মণকে মুক্তিযুদ্ধে শহীদ হিসেবে রাষ্ট্রীয় তালিকাভুক্ত করা হয়নি। এমনকি ২০০০ সালে রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রকাশিত রংপুর জেলার ইতিহাস গ্রন্থে পীরগাছা উপজেলায় শহীদদের তালিকায়ও তাঁর স্থান হয়নি।
৭১ এ দুই ছেলে বিজয় কুমার বর্মণ এবং বিনয় মুক্তিযোদ্ধা হিসেবে প্রশিক্ষণ নিতে ভারতে যাওয়ায়, ১৪ আগস্ট রাতে পাক বাহিনী স্থানীয় রাজাকাদের সহায়তায় সতীশ চন্দ্র বর্মণকে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরদিন ১৫ আগস্ট সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে বুলেটবিদ্ধ লাশ পাওয়া যায়।