বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক সমিতির নির্বাচন আগামীকাল (বুধবার)। এ বছর নির্বাচনে বিএনপি পন্থী শিক্ষকদের সংগঠন সোনালি দলের পাশাপাশি আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের আলাদা দুটি প্যানেল অংশ নিচ্ছে। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করবেন শিক্ষক সমিতির সভাপতি ড. মো. জয়নাল আবেদীন এবং সাধারণ সম্পাদক ড. সুবাস চন্দ্র দাস। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্সে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট প্রদান কার্যক্রম চলবে।
নির্বাচন কমিশনার সূত্রে জানা যায়, এ বছর বিএনপন্থী শিক্ষকদের সংগঠন সোনালি দলের প্যানেল থেকে সভাপতি পদে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল আলীম পদপ্রার্থী হয়েছেন। এদিকে দলীয় দন্দ্বের কারণে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম থেকে দুটি প্যানেল এবারের নির্বাচনে অংশ নিচ্ছে। যার মধ্যে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের একটি প্যানেল থেকে সভাপতি পদে একোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুস সালাম এবং সাধারণ সম্পাদক পদে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম ফারুক পদপ্রার্থী হয়েছেন। এছাড়াও গণতান্ত্রিক শিক্ষক ফোরামের অপর একটি সংগঠন নীল দল সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম.এ .এম. ইয়াহিয়া খন্দকার এবং সাধারণ সম্পাদক পদে উদ্ভিদ বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন-২ পদপ্রার্থী হয়েছেন।
Development by: webnewsdesign.com