“৩১ ডিসেম্বরের মধ্যে ৯৫ ভাগ বই স্কুলে পৌঁছে যাবে”

বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১ | ১:২৬ অপরাহ্ণ

“৩১ ডিসেম্বরের মধ্যে ৯৫ ভাগ বই স্কুলে পৌঁছে যাবে”
apps

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ৩১ ডিসেম্বরের মধ্যে ৯৫ ভাগ বই স্কুলে পৌঁছে যাবে। মুদ্রণে যা ভুল ছিল সেসব সংশোধন করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর মাতুয়াইলে ছাপাখানা পরিদর্শন শেষে সাংবাদিকের এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ১৭ কোটির বেশি বই বাঁধাই হয়ে গেছে। আগামী তিন-চার দিনের মধ্যে সবটাই হয়ে যাবে। জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে শিশুদের হাতে দিতে পারবো।

দীপু মনি জানান, ৩১ ডিসেম্বরের মধ্যে ৯৫ শতাংশের বেশি বই স্কুলগুলোতে পৌঁছে যাবে। বাকি বই ৭ জানুয়ারির মধ্যে পৌঁছে যাবে বলেও জানান তিনি।

ভুলভ্রান্তি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আগের সমস্যাগুলো সংশোধন করা হয়েছে। তার মানে এই নয় এবার ভুল থাকবে না। আমরা আরও অনেক বেশি যত্নশীল হয়েছি। তারপরও ভুল পাওয়া গেলে আমরা সংশোধন করে নেব।

এদিকে, ওমিক্রন প্রেক্ষাপটে মার্চের পরে পুরোদমে শিক্ষা কার্যক্রমের ব্যাপারে সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

Development by: webnewsdesign.com