হিলিতে শর্ট সিলেবাসের দাবিতে পরীক্ষার্থীদের মানববন্ধন

শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১ | ৩:৪২ অপরাহ্ণ

হিলিতে শর্ট সিলেবাসের দাবিতে পরীক্ষার্থীদের মানববন্ধন
apps

আগামী ২০২২ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। উক্ত পরীক্ষায় ৭০% সিলেবাসে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। উক্ত সিলেবাস কমিয়ে ৩০% এর শর্ট সিলেবাস করার দাবিতে দিনাজপুরের হিলিতে মানববন্ধন করেছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

শনিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় হাকিমপুর প্রেসক্লাবের সামনে উপজেলার বিভিন্ন স্কুলের প্রায় শতাধিক এসএসসি পরীক্ষার্থী মানববন্ধনটিতে অংশ গ্রহণ করেন।

এসময় মানববন্ধনে অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, চলতি বছরে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার মতো সংক্ষিপ্ত ৩০ শতাংশ সিলেবাসে গ্রুপ ভিত্তিক তিনটি বিষয়ে পরীক্ষা নেয়ার দাবি জানান তারা। শিক্ষার্থীরা বলেন, মহামারি করোনা ভাইরাসের কারণে সরকারি সিদ্ধান্ত মোতাবেক সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলো প্রায় ১৮ মাস বন্ধ ছিলো। এসময় আমাদের পড়া লেখার অনেক ঘাটতি হয়েছে। এমন অবস্থায় আগামী ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭০% সিলেবাসে দেওয়া আমাদের জন্য খুবই কষ্টকর হবে। তাছাড়া নবাগত দশম শ্রেনীর শিক্ষার্থীদের নবম শ্রেনীতে থাকা কালীন সময়েও তেমন আহামরি শিক্ষালাভ না হওয়ায় আমরা শর্ট (৩০%) সিলেবাস এর জোড় দাবি জানাচ্ছি।

Development by: webnewsdesign.com