কাজিপুরে শহিদএম মনসুর আলী কল্যাণ ট্রাস্ট এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১ | ৪:৩৮ অপরাহ্ণ

কাজিপুরে শহিদএম মনসুর আলী কল্যাণ ট্রাস্ট এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
apps

জাতীয় চার নেতার অন্যতম শহিদ এম মনসুর আলী এর জম্ম ভূমি হাজারো স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা। তারই স্মৃতিকে জাগিয়ে তুলতে গঠিত হয়েছে শহিদ এম মনসুর আলী কল্যাণ ট্রাস্ট।প্রতি বছরের ন্যায় এবার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে অনুষ্ঠিত হলো বৃত্তি পরীক্ষা ২০২১।

১৭ ই ডিসেম্বর সকালে উপজেলার আর ডি উচ্চ বিদ্যালয় ও কাজিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত পরিক্ষায় উপজেলার ৩৯ টি কিন্ডারগার্টেন ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১১৩৭ জন শিক্ষার্থী অংশ নেয়।এই সংগঠনটির প্রতিষ্ঠাতা কর্ণধার শহিদ এম মনসুর আলী এর দৌহিত্র সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। সংগঠন টির কার্যক্রম দেখভাল করেছেন সভাপতি হিসেবে কাজিপুর উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী এবং সাধারনসম্পাদক হিসেবে চালিতাডাঙ্গা আফজাল হোসেন ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক আসাদুজ্জামান বাবলু। প্রতিবছরই বিপুল সংখ্যক শিক্ষার্থীদেরকে বৃত্তির আওতায় এনে বিভিন্ন সুবিধা প্রদান করা হয়। প্রতিষ্ঠাতা প্রকৌশলী তানভীর শাকিল জয় মহোদয় পরিক্ষা কেন্দ্রের খোঁজ খবর নেন। সেবা মুলক সংগঠনটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু বলেন,এ বছর করোনার কারনে শিক্ষার্থীদের সংখ্যা হ্রাস পেয়েছে। আশা করি আগামীতে আবার বাড়বে।

Development by: webnewsdesign.com