আশুগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে হাইওয়ে পুলিশের সভা

বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১ | ৩:০১ অপরাহ্ণ

আশুগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে হাইওয়ে পুলিশের সভা
apps

মহাসড়কে সড়কদুর্ঘটনা প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ও বাংলাদেশ সড়ক প্রকল্প এফকন্সের উদ্যোগের সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সাবধানে চালাবো গাড়ি, নিরাপদ ফিরবো বাড়ি, যত গতি,ততই ক্ষতি,এই প্রতিপাদ্য কে সামনে রেখে বুধবার সকাল ১১টায় আশুগঞ্জ উপজেলার সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এক সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আয়োজিত এ সভায় বক্তব্যে খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম বলেন, মহাসড়কে সার্বক্ষণিক গাড়ী চলাচল করে। তাই সর্তকতার সাথে সড়কে চলাচল করতে হবে। দুর্ঘটনারোধে জনসচেতনতা বাড়াতে হবে। সবাই মিলে একযোগে কাজ করলে দুর্ঘটনা রোধ করা সম্ভব।

তিনি বলেন- হাইওয়ে পুলিশ মহাসড়কের নিরাপত্তায় নিয়োজিত আছে। সেই সাথে ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এফকন্সের সেফটি ম্যানেজার প্রতিম মুখার্জি লিফটের মাধ্যমে তুলে ধরে বলেন, দূর্ঘটনা এড়াতে আমাদের করণীয়,

০১ । ড্রাইভিং অবস্থায় মোবাইলে কথা বলবেন না।

০২। চোখে ঘুম নিয়ে গাড়ী চালাবেন না।

০৩। ঝুঁকি নিয়ে ওভার টেকিং করবেন না। ০৪। বে-পরোয়া ভাবে গাড়ী চালাবেন না।

০৫। ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ী চালাবেন না

০৬। পাল্লা দিয়ে গাড়ী চালাবেন না। ০৭। ঝুঁকি নিয়ে গাড়ীতে চড়বেন না।

০৮। চলাচলের সময় ইয়ার ফোন ব্যবহার করবেন না। ০৯। অযোগ্য অথবা অল্প বয়স্ক ড্রাইভারদের দ্বারা গাড়ী চালাতে দিবেন না।

১০। ফিটনেস বিহীন গাড়ী রাস্তায় নামাতে দিবেন না।

১১। মেয়াদোত্তির্ণ যন্ত্রাংশ দ্বারা গাড়ী রাস্তায় নামাবেন না।

১২। ট্রাফিক আইন অমান্য করবেন না।

এ অনুষ্ঠানে সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক,সারমিন সুলতানা( প্রধান শিক্ষক),সহকারী শিক্ষক দিবা রানী দে,সহকারী শিক্ষক মোসাঃআয়েশা খানম,সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন,সহকারী শিক্ষক আছিয়া বেগম প্রমূখ।

এছাড়াও, এফকন্সের এডমিন ইনচার্জ চতেন্দ্র সিং,সেফটি ম্যানেজার প্রতিম মুখার্জি,প্রজেক্ট ম্যানেজার রাখেশ কুমার, হাইওয়ে পুলিশের কনেষ্ঠবল সাদেক,মিলন,রফিক ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

হাইওয়ে পুলিশ ও বাংলাদেশ সড়ক প্রকল্প এফকন্সের এসব উদ্যোগের প্রশংসা করেছে সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

Development by: webnewsdesign.com