রুয়েটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১ | ৫:০১ অপরাহ্ণ

রুয়েটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
apps

আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস। দিবসটি স্মরণে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে। শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে (রাত ১২.০১ মিনিট) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(রুয়েট) এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সেখের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে রুয়েটের শহীদদের সমাধি স্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এরপর শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন, দোয়া এবং মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে প্রথম প্রহরের কর্মসূচি শেষ হয়। এছাড়াও বাদ যোহর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

কর্মসূচি সমূহে উপস্থিত ছিলেন রুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম শেখ, রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ সেলিম হোসেন, পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক নিয়ামুল বারী, আইপিই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ মোশাররফ হোসেন, পরিচালক ছাত্রকল্যাণ অধ্যাপক ড. মোঃ রবিউল আওয়াল, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিয়া মোঃ জগলুল সাদাত, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ আল-মামুন, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মামুনুর রশিদ ও আবুসাঈদ, কর্মকর্তা সমিতি রুয়েট এর আহ্বায়ক আরিফ আহম্মদ চৌধুরী, রুয়েট শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ, সাবেক সভাপতি প্রকৌশলী নাঈম রহমান নিবিড়, বর্তমান সভাপতি মোহাম্মদ ইসফাক ইয়াসশির ইপু ও সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপুসহ দপ্তর/বিভাগ/শাখা/হল প্রধানবৃন্দ, বিশিষ্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

Development by: webnewsdesign.com