রাবির শহীদ মিনারে হাসান আজিজুল হকের মরদেহ, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১ | ৪:২০ অপরাহ্ণ

রাবির শহীদ মিনারে হাসান আজিজুল হকের মরদেহ, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
apps

শ্রদ্ধা নিবেদনের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে নন্দিত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হকের মরদেহ।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে তার মরদেহ শহীদ মিনারে আনা হয়। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।

পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র, স্থানীয় সংসদ সদস্য, রাজশাহী জেলার রাজনৈতিক, সাহিত্যিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানো হয়।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে দর্শন বিভাগে আনা হয় প্রখ্যাত এ কথা সাহিত্যিকের মরদেহ। সেখানে বিভাগ ও বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা পুস্পস্তবক অর্পণ করেন।

এদিকে, শহীদ মিনারে দুপুর দেড়টা পর্যন্ত রাখা হবে হাসান আজিজুল হকের মরদেহ। এরপর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে তিনি সমাহিত হবেন।

Development by: webnewsdesign.com