নাম বদলের পরিকল্পনা করছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ইনকরপোরেশন। আগামী সপ্তাহেই আসতে পারে এই পরিবর্তন।
নিজেদের মেটাভার্স কোম্পানি হিসেবে পুনর্গঠিত করতেই এই উদ্যোগ নিতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। প্রতিবছর ‘কানেক্ট’ নামের একটি সম্মেলন আয়োজন করে ফেসবুক। এতে প্রতিষ্ঠানটি কর্মীরা অংশ নেয়। আগামী ২৮ অক্টোবর বার্ষিক এই সম্মেলন হওয়ার কথা।
ভার্জের প্রতিবেদন অনুযায়ী, আসন্ন সম্মেলনে ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন। তবে তার আগেই জানা যেতে পারে নতুন নাম। সূত্র: দ্য ভার্জ
Development by: webnewsdesign.com