ভারতে ৩০ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ

সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১ | ৭:১৭ অপরাহ্ণ

ভারতে ৩০ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ
apps

সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি রয়েছে কম-বেশি সকলের। প্রতিদিনই বাড়ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রামের ব্যবহার। কিন্তু এসব ব্যবহারের যেমন ভালো দিক রয়েছে, তেমনই খারাপ দিকও রয়েছে। আর তাই এসবের অপব্যবহার এবং ব্যবহারকারীদের ক্ষতিকারক আচরণ রুখতে অগ্রিম কড়া পদক্ষেপ গ্রহণ করেছে হোয়াটসঅ্যাপ।

ভারতের নতুন তথ্যপ্রযুক্তি আইন মেনে ৩০ লাখেরও বেশি ভারতীয় নাগরিকের অ্যাকাউন্ট ফেসবুকের মালিকানাধীন সোশ্যাল মেসেজিং অ্যাপটি বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে সংবাদ প্রতিদিন। গত ১৬ জুন থেকে ৩১ জুলাইয়ের মধ্যে ওই অ্যাকাউন্টগুলো বন্ধ করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে জমা দেওয়া নিজেদের রিপোর্টে একথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সম্প্রতি ভারতে জারি করা হয়েছে নতুন তথ্যপ্রযুক্তি আইন। হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষ ভারতের নতুন আইনে প্রাথমিকভাবে গররাজি হলেও পরবর্তীতে রাজি হয়ে যায়। সেই আইন মেনেই এই গাইডলাইন রিপোর্ট প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ।

তাতে জানানো হয়েছে, ভারতীয় আইন আর হোয়াটসঅ্যাপ এর শর্তাবলী না মানায় ওই অ্যাকাউন্টগুলো চিহ্নিত করে ব্লক করা হয়েছে।

Development by: webnewsdesign.com