বঙ্গবন্ধুকে গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত করায় বাংলাদেশের কৃতজ্ঞতা

মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১ | ১১:৩৩ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধুকে গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত করায় বাংলাদেশের কৃতজ্ঞতা
apps

ভারত সরকার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত করায় বাংলাদেশের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সোমবার (২২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বঙ্গবন্ধুর অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে ভারত সরকার আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কার দিয়েছে। গান্ধী শান্তি পুরস্কার ভারত সরকার থেকে প্রদত্ত মহাত্মা গান্ধীর নামাঙ্কিত একটি বার্ষিক আন্তর্জাতিক পুরস্কার।

১৯৯৫ সালে মহাত্মা গান্ধীর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে গান্ধীজির মতাদর্শের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত সরকার এই পুরস্কার চালু করে। ২০১৯ সালে এই পুরস্কার পেয়েছেন ওমানের সুলতান কাবুস বিন সাদ আল সাইদ।

Development by: webnewsdesign.com