ট্রাম্পের দাবি মিথ্যে, ফেসবুকে শীর্ষে ক্রিস্টিয়ানো রোনালদো

শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ৯:০৫ অপরাহ্ণ

ট্রাম্পের দাবি মিথ্যে, ফেসবুকে শীর্ষে ক্রিস্টিয়ানো রোনালদো
apps

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ফেসবুকে জনপ্রিয়তায় তিনিই এক নম্বরে। একথা নাকি তাকে বলেছেন খোদ ফেসবুক প্রধান মার্ক জুকেরবার্গ। ট্রাম্পের আরো দাবি, ফেসবুক জনপ্রিয়তায় তার পরেই রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু সেকথা বলছে না।ট্রাম্পের এই দাবি সত্য নয়। কারণ তথ্য প্রমাণ বলছে অন্য কথা।

তথ্য বলছে ট্রাম্পের থেকে অনেকটাই এগিয়ে নরেন্দ্র মোদি। আর তাদের দু’জনের থেকে আবার অনেক অনেক এগিয়ে এক নম্বরে রয়েছেন তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার নিরিখে ক্রিস্টিয়ানো রোনালদোই এক নম্বরে।এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে জানিয়েছে, আমি মনে করি এটা একটা বড় সম্মান।

মার্ক জুকেরবার্গ সম্প্রতি জানিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প ফেসবুকে ১ নম্বরে। ভারতের প্রধানমন্ত্রী মোদি ২ নম্বরে। আমি আগামী দুই সপ্তাহের মধ্যে মধ্যেই ভারতে যাচ্ছি। এই সফরের জন্যে দিন গুণছি এখন।’ট্রাম্প নিজেকে জনপ্রিয়তার শীর্ষে দেখাতে চাইলেও বাস্তবে এক নম্বরে আছেন তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।

তার ফেসবুক পাতায় লাইক সংখ্যা ১২২,৪১২,৮৫৩টি। এর পরেই রয়েছে দুই বিশ্বখ্যাত ফুটবল দল রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনা। আ ট্রাম্পের থেকে মোদীর ফেসবুক পেজে লাইক ও ফলোয়ারের সংখ্যা প্রায় দ্বিগুণ। এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক পেজে লাইক রয়েছে ২৫,৯৬৭,২৩৩টি। সেখানে নরেন্দ্র মোদীর পেজে লাইক ৪৪,৬২৩,২৯১টি।

Development by: webnewsdesign.com