মৌলভীবাজারের জুড়ীতে বজ্রপাতে দুই চা শ্রমিক পরিবারের সদস্যের মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা হলো ফুলতলা চা বাগান এলাকার শ্যামল ভুমিজের মেয়ে ললিতা ভূমিজ টিপু (১৩) ও একই বাগানের নন্দ ভুমিজের এর পুত্র রমণ ভূমিজ (২৭)।
বুধবার (২৮ এপ্রিল) সকাল আনুমানিক ৯ ঘটিকার সময় প্রচন্ড বজ্রপাত হয়। এ সময় তারা ঘরের বাহিরে ছিলো। এতে সাথে সাথেই তাদের মৃত্যু হয়।
জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৮
Development by: webnewsdesign.com