৬১ ঘণ্টা পর সীতাকুণ্ড ডিপোর আগুন নিয়ন্ত্রণে

মঙ্গলবার, ০৭ জুন ২০২২ | ২:১৭ অপরাহ্ণ

৬১ ঘণ্টা পর সীতাকুণ্ড ডিপোর আগুন নিয়ন্ত্রণে
apps

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ বিগ্রেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম।

আগুন লাগার ৬১ ঘণ্টা পর মঙ্গলবার বেলা ১১টার দিকে ডিপোর ফটকে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি। রব বলেন, ডিপোতে নতুন করে কোনো বিস্ফোরণের ঝুঁকি নেই। এখন ক্ষয়ক্ষতি ও দুষণ নিয়ন্ত্রণে কাজ চলছে। কী পরিমাণ রাসায়নিক কনটেইনার ডিপোতে আছে, তা এখনো নিশ্চিত নন বলে জানান তিনি। এছাড়া ঢাকা থেকে একটা বিশেষজ্ঞ দল এসে ডিপোতে কাজ করছে বলে জানান আরিফুল ইসলাম।

এ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস, পুলিশ সদস্য, ডিপোর কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকসহ দুই শতাধিক আহত হয়েছেন। এর আগে গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের এ ঘটনায় ফায়ার সার্ভিসের ১০ কর্মীসহ ৪৩ জন নিহত হয়েছেন। তবে চট্টগ্রাম জেলা প্রশাসন ও স্থানীয় সিভিল সার্জনের কাযালয় রোববার রাতে মৃতের সংখ্যা ৪৯ বলেছি। সোমবার তারা বলেছে, গণনার সময় ভুল হয়েছিল, মৃত মানুষের প্রকৃত সংখ্যা ৪১ হবে।

Development by: webnewsdesign.com