৫ দফা দাবিতে কুষ্টিয়ায় চিনিকল শ্রমিক ও চাষীদের মানববন্ধন

শনিবার, ২৮ নভেম্বর ২০২০ | ১০:৩৫ অপরাহ্ণ

৫ দফা দাবিতে কুষ্টিয়ায় চিনিকল শ্রমিক ও চাষীদের মানববন্ধন
apps

কুষ্টিয়া চিনিকল বন্ধের প্রতিবাদে পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছেন চিনিকলের শ্রমিক ও চাষিরা। শনিবার সকালে চিনিকলের পাশে বাইপাস সড়কে চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, আখচাষি কল্যাণ সমিতি ও রেনউইক যজ্ঞেশ্বর শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, চলতি মাড়াই মৌসুমে দেশের ১৫টি চিনিকল একযোগে চালু করতে হবে। শ্রমিক কর্মচারীদের সাত মাসের বেতন পরিশোধ করতে হবে। আখচাষিদের বকেয়া পাওনা পরিশোধ করতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ আখচাষি ফেডারেশনের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান আতু, কুষ্টিয়া চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান ও রেনউইক যজ্ঞেশ্বর শ্রমিক ইউনিয়নের সভাপতি রিপন হোসেন ও সাধারণ সম্পাদক জাফর ইকবাল সহ আরো অনেকে।

Development by: webnewsdesign.com