৪৯ শতাংশ শেয়ারের মালিক হতে পারেন বিদেশি নাগরিকরা- আরব আমিরাত

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০ | ৩:৩৪ অপরাহ্ণ

৪৯ শতাংশ শেয়ারের মালিক হতে পারেন বিদেশি নাগরিকরা- আরব আমিরাত
apps

সংযুক্ত আরব আমিরাত সরকার বিদেশি নাগরিকদের শতভাগ মালিকানা পাওয়ার সুযোগ দিচ্ছে। চলতি বছরের ১ ডিসেম্বর থেকে শুরু হবে।এর আগে সংযুক্ত আরব আমিরাতে বিদেশি নাগরিকরা ব্যবসা করার জন্য স্থানীয় কোনো নাগরিককে মালিকানার বেশির ভাগ শেয়ার দেওয়া বাধ্যতামূলক ছিল। খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বাধ্যবাধকতা তুলে দিয়েছেন আমিরাতি প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। সূত্র : খালিজ টাইমস।

ওই প্রতিবেদনে আরো বলা হয়, বিদেশি মালিকানা সংক্রান্ত একটি আইন ২০১৫ প্রণয়ণ করে আমিরাত। ওই আইনের ফলে আমিরাতে কোনো কম্পানির সর্বোচ্চ ৪৯ শতাংশ শেয়ারের মালিক হতে পারেন বিদেশি নাগরিকরা। তবে বাকি ৫১ শতাংশের মালিক হন আমিরাতের কোনো নাগরিক।

সেই আইনের ৫১টি ধারা সংশোধন করে বিদেশি নাগরিকদের এবার শতভাগ মালিকানা দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে।

Development by: webnewsdesign.com